• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগঞ্জের আরও ২২৯ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

পীরগঞ্জের আরও ২২৯ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি         
প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন পীরগঞ্জের ২২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপজেলার গোদাগাড়ি এলাকায় আশ্রায়ন প্রকল্পের এসব বাড়ির চাবি গতকাল রোববার (৯ অক্টোবর) সকালে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বাথরুম ও রান্না ঘরসহ দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর সদস্যরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় এর আগে উপজেলায় প্রায় এক হাজার তিন’শ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়।  

এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –