• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

হরিপুরে শামুক কুড়াতে গিয়েই নিথর যুবক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২  

হরিপুরে শামুক কুড়াতে গিয়েই নিথর যুবক                         
ঠাকুরগাঁওয়ের হরিপুরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে তৌহিদুর রহমান তৈয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গজধুমডাঙ্গীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া লোনা নদীতে এ ঘটনা ঘটে। মৃত তৌহিদুর রহমান হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে।

জানা যায়, উপজেলার বকুয়া ইউপির গজধুমডাঙ্গী গ্রামের আরিফ লোনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেন। প্রায় তার কারেন্ট জাল চুরি হয়ে যেতো। জাল চুরি ঠেকাতে তিনি জালের সঙ্গে তার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ করে লোনা নদীতে পেতে আসেন।

এদিকে তৌহিদুর শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কারেন্ট জালের মালিক আরিফ পলাতক রয়েছেন।

তৌহিদুরের স্ত্রী জবেদা বেগম বলেন, আমার স্বামী লোনা নদীতে শামুক কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। আজ লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। আমি এর বিচার চাই।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, লোনা নদী থেকে তৌহিদুরের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত কারেন্ট জালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –