• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে আখ চাষে ঝুঁকছেন কৃষকরা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

ঠাকুরগাঁওয়ে আখ চাষে ঝুঁকছেন কৃষকরা                       
ঠাকুরগাঁওয়ে আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। কয়েক বছরের তুলনায় এবার এ জেলায় আখ চাষ হয়েছে দ্বিগুণ। সরকারের বিভিন্ন সহায়তা পেয়ে অনেকেই এখন এর চাষ করছেন।

কৃষি বিভাগের তথ্যমতে, ২০২০-২১ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সেতাবগঞ্জ তিন মিলের আখ মাড়াই হয় ঠাকুরগাঁও চিনিকলে। এ মৌসুমে চিনিকলে এক লাখ ১৩ টন আখ মাড়াই হয়। মাড়াই মৌসুমে জেলার ৫০ হাজার টন আখ মাড়াই হয়েছিল চিনিকলে। ২০২১-২২ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ৫৭ হাজার ৮৩৪ টন আখ মাড়াই হয় চিনিকলে। গত বছর ৩৬ হাজার টন আখ উৎপাদন করেছিলেন জেলার আখ চাষিরা।

ঠাকুরগাঁও চিনিকলের মহা-ব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান বলেন, ৭২৭ হেক্টর নিজস্ব জমি রয়েছে চিনিকলের। এছাড়া বর্তমানে জেলার প্রায় দুই হাজার হেক্টর জমিতে আখ উৎপাদন করছেন তিন হাজার কৃষক। চার হাজার হেক্টর জমিতে আখ চাষ হলেই চিনিকলটির সুদিন ফিরবে।

চিলারং ইউনিয়নের কৃষক সলেমান আলী বলেন, এক বিঘা জমিতে আখ রোপণের সময় আট হাজার টাকা খরচ হয়। এছাড়া চিনিকলে মাড়াইয়ের জন্য পাঠাতে খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। ফলন ভালো হলে প্রায় লাখ টাকার আখ বিক্রি হবে।

ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বলেন, আখ উৎপাদনে লাভবান হওয়া যায় বলে আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি। আমরা কৃষকদের সার কীটনাশকের জোগান দিয়ে সহযোগিতা করছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –