• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু-আসাদ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু-আসাদ                         
ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো.আব্দুল লতিফ লিটু এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্য ডেইলি অবজার্ভার পত্রিকার আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও শিল্পকলার সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষণা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমরান হোসেন।

সভাপতি হিসেবে মো. আব্দুল লতিফ লিটু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে মো.আ সাদুজ্জামান আসাদ পেয়েছেন ২৩ ভোট। 

কমিটির অন্য বিজয়ীদের মধ্যে ২৮ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন উর রশীদ মিন্টু, ২৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল রানা সাঈদ, ১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান, ২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন সোহেল তানভির, ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুল কাদের জিলানী, ২৪ ভোট পেয়ে প্রচার ও তথ্য সম্পাদক হয়েছেন আরিফুজ্জামান আরিফ, ২২ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইব্রাহীম আলম। কার্যকারী ৪ জন সদস্য হলেন আজম রেহমান, আখতারুজ্জামান, সাইদুর রহমান, এনএম নুরুল ইসলাম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন প্রভাষক অরুণ কুমার রায়, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –