• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৩  

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল           
ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরের পর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। 

মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম, জাকের পার্টির এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়। 

বাছাই-প্রত্যাহার শেষে শূন্য আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় অন্যান্য আসনের মতো ঠাকুরগাঁও-৩ আসনটিও শূন্য হয়ে যায়। এ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন জাহিদুর রহমান জাহিদ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –