• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা                             
ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় কেএসবি ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মোলানী আরাজি ঝাড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এ বিষয়ে শাহরিয়ার রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইটসহ বিভিন্ন অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভাটা মালিক অঙ্গীকার করেছেন তিনি ভাটাটি বন্ধ রাখবেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কেএসবি ইট ভাটাটির অবস্থান। ইট প্রস্তুত করণের জন্য যে মাটি ব্যবহার করা হয়েছে সেটার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অনুমোদন নেই। ইটভাটায় ৫০ ভাগ হলফ বিস্ট তৈরি করার কথা থাকলেও এখানে কোনো হলফ বিস্ট দেখা যায়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –