পেয়ারা বাগান করে লাখপতি ঠাকুরগাঁওয়ের পারভেজ
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩

পেয়ারা বাগান করে লাখপতি ঠাকুরগাঁওয়ের পারভেজ
মাধ্যমিকে পড়াশোনা করা অবস্থায় বেশ ভালো ছাত্র ছিলেন পারভেজ। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণ শেষে চাকরি করবেন। তবে উচ্চ মাধ্যমিক শেষ করেই পড়াশোনার ইতি টানতে হয় তাকে। পরিবারের হাল ধরতে শুরু করেন ইলেক্ট্রনিক্সের ব্যবসা।
শুরু থেকে ব্যবসা ভালোই চলছিল পারভেজের। সব খরচ বাদ দিয়ে লাভ আসছিল সন্তোষজনক। তবে মহামারি করোনায় বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের উৎস। ব্যবসায় হতে থাকে লোকসান। পরিবারের চাহিদা মেটাতে অনবরত হিমশিম খেতে হতো তাকে।
ব্যবসায় ক্ষতি হওয়ার পরও করোনা সময়ে বসে না থেকে পারভেজ জমি লিজ নিয়ে শুরু করেন পেয়ারা বাগান। বছর যেতে না যেতেই ফলনে ভরে যায় তার বাগান। আর আশানুরূপ দাম পেয়ে বদলে তার যায় ভাগ্য। এখন তিনি পেয়ারা বাগান করে লাখপতি।
ঠাকুরগাঁও পৌরশহরের ১২নং ওয়ার্ডের ছিট চিলারং গ্রামের আমিনুর রহমানের ছেলে পারভেজ খান। জেলার সদর উপজেলার বুড়িবাধ এলাকায় সাড়ে চার একর জমি দশ বছর লিজ নিয়ে শুরু করেছেন বাগান। পেয়ারা, কূল, পেঁপে, আপেল, মাল্টা, ডালিম ও সবেদাসহ অনেক ফলের বাগান দিয়ে চমক সৃষ্টি করেছেন তিনি। ইতোমধ্যে কয়েক দফায় বাগান থেকে তার আয় হয়েছে লক্ষাধিক টাকা। সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান। তাকে দেখে বাগান করার উদ্যোগ নিতে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক।
বাগান দেখতে আসা কলেজ শিক্ষার্থী আফরোজ আহমেদ বলেন, কয়েকদিন আগে জানতে পারলাম এখানে একটি বড় বাগান হয়েছে। শোনার পর থেকে দেখার খুব আগ্রহ জন্মেছিল। তাই আজ সরাসরি আরেক বন্ধুসহ বাগানে এসেছি। সত্যি কথা বলতে দেখে মনটা জুড়িয়ে গেল। পেয়ারা আর বরই দেখে তো লোভ সামলাতে পারলাম না। আর প্রচুর পরিমাণ ফল হয়েছে গাছগুলোতে। বেশ ভালো লাগলো।
পারভেজের বন্ধু ইউসুফ আলী বলেন, আমি তার বাগানের শুরু থেকে তার সঙ্গে আছি। কয়েকটা গাছ দিয়ে সে তার বাগান শুরু করে। আমি শুরুতে ওকে অনুৎসাহিত করতাম। বলতাম কী দরকার বাগান করার। এগুলো করে কোনো লাভ হবে না। অযথা সময় নষ্ট করে ক্ষতি ডেকে আনিস না। ধীরে ধীরে পারভেজ আমার সে ধারণা পাল্টে দিয়েছে। এখন সে বাগান করেই লাখ লাখ টাকা আয় করছে। তার বাগানের ফলন দেখে আমি নিজেই এখন বাগান করতে আগ্রহী হয়ে উঠছি। তার কাছে আমি নানা পরামর্শ নিচ্ছি। চারার বিষয়েও বলে রেখেছি৷
বাগানে কাজ করা শ্রমিক গুরুদাস বলেন, মুই শুরু থেকে বাগানডাত কাজ করেছু। গাছ দেখাশোনা করা, স্প্রে করা, ফল গাছ থেকে পারা সব কাজ করু। এইঠে থেকে যে টাকাটা পাও সেইটা দিয়া মুই সংসারের খরচ চালাও। খেত বাড়িত দিন হাজিরা চাহিতে এইঠে কষ্ট কম। মাঝেমধ্যে ফের পেয়ারা, বরইসহ ফলমূল খাওয়া যাচে।
বাগানে পেয়ারা কিনতে আসা রিফাত আহমেদ বলেন, আমি পল্লী বিদ্যুৎ এলাকা থেকে বাগানে পেয়ারা নিতে এসেছি। নিজে গাছ থেকে পেরে নিতে পারব সেজন্য এখানে আসা। এখানে এসে খুব ভালো লাগলো। দেখে শুনে ফরমালিন মুক্ত পেয়ারা কিনতে পারলাম। সেই সঙ্গে বরই আর পেয়ারা তরতাজা খেতে পারলাম। মনটাও সবুজ বাগানে তৃপ্তি পেল।
তরুণ উদ্যোক্তা ও বাগানের মালিক পারভেজ খান বলেন, আমি মূলত ইলেকট্রনিক্সের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। করোনার সময় ব্যবসা একেবারে শেষ হয়ে যায়। পরক্ষণে ভাবতে শুরু করলাম সবকিছু সমস্যা হলেও কৃষিখাত স্থবির হবে না। তখন থেকে বিভিন্ন জায়গার বাগানগুলো দেখার জন্য যেতাম। প্রথমে যদিও বিভিন্ন ফসল আবাদ করি। পরে পেয়ারা, বরই সহ আরও যে ফলগুলো রয়েছে সেগুলোর চারা রোপন করি। আমার আশা ছিল কিভাবে ব্যবসার মতো ফল বিক্রি করে বারো মাস আয় করা যায়। সে কারণে মূলত ফলের বাগানে আসা। তবে আল্লাহর অশেষ রহমতে ভালো ফলন পেয়েছি। সেই সঙ্গে বরই ও সাথী ফসলের আয় দিয়ে বাগানের সকল খরচ বহন করতে পেরেছি। সেই সাথে লক্ষাধিক টাকা আয়ও হয়েছে। পেয়ারায় ফলন বেশ ভালো এসেছে। যদি খুব কম দামও হয় তবুও ১৫-১৬ লাখ টাকা আয় করতে পারব ইনশাআল্লাহ। বাগান দেখাশোনা করাসহ আমার এখানে ৭ জন শ্রমিক অনবরত কাজ করে থাকেন। কখনো আবার সংখ্যাটা বাড়ে। আমার ব্যক্তিগত স্বপ্ন হলো বাগানটাকে আরও বড় করা। সেই সঙ্গে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর কেউ যদি নতুন করে বাগানের প্রজেক্ট শুরু করতে চায় সার্বিক সহযোগিতা নিয়ে আমি তার পাশে থাকব ইনশাআল্লাহ। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুবার এখানে এসেছিলেন তারা শুধু দেখে গেছেন। যদি তারা আমাকে আরও সহযোগিতা করে তবে আমার বাগানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারব।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুল আজিজ বলেন, তার বাগানে অনেক ফলন এসেছে। তিনি কয়েক দফায় সেটি বিক্রি করে ভালো দাম পেয়েছেন। আমরা কয়েকবার গিয়েছি তার বাগানে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা পাশে থাকব। সেই সঙ্গে আরও নতুন কেউ আগ্রহী হলে আমরা সেসকল উদ্যোক্তার পাশে থাকব।
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- রাষ্ট্রপতির কাছে সাত দেশের দূতের পরিচয়পত্র পেশ
- মানবাধিকার রক্ষায় সরকার সবরকম সহযোগিতা করবে
- ৩৫তম জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি
- বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগের উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত
- ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রধান আসামি বাবুর
- অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে গেল ট্রাক
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত
- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটানোর উপায়
- আপনার ফোনের জন্য বিপজ্জনক ২০৩ অ্যাপ
- বাজারে কাঁচা আমের সয়লাব, জেনে নিন গুণাগুণ
- টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
- শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন
- বিয়ের পর প্রথম সাক্ষাতে স্বামী-স্ত্রীর আমল ও সুন্নত
- ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিলো আইএমএফ
- ২৬০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্যমাত্রা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- বৈষম্য প্রতিরোধের আন্দোলন এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী খসরু
- ‘করোনায় আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন’
- পাকিস্তানে মসজিদে হামলা: ২৭ জন পুলিশসহ নিহত বেড়ে ৫৯
- বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে
- বইমেলার পর্দা উঠছে বুধবার
- চিলমারীতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
- পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ভাতিজা হত্যায় ১০ হাজার টাকায় লোক ভাড়া করেন চাচা
- রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক রয়েছি: র্যাব ডিজি
- সারা দেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা
- ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে: খাদ্যমন্ত্রী
- গ্রামের মানুষ শহরের সুবিধা ভোগ করছে: পানিসম্পদ উপমন্ত্রী
- ৫০-৭০ আসনে ইভিএম ব্যবহার হতে পারে: ইসি রাশেদা
- নাগেশ্বরীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
- ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে ষাঁড় গরুর মই দৌড়
- বিএনপি-জামায়াতের গুজব থেকে মানুষকে সচেতন করতে হবে: ফারুক খান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব: ত্রাণ প্রতিমন্ত্রী
- মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার
- যৌনতায় মেতে থাকতেন তারা
- ভোটে বিজয়ী না হলেও জনগণের সেবা করে যাব: প্রধানমন্ত্রী
- ২০৪০ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ
- ৯৫তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা
- বৃষ্টি নামলেই শীত, লঘুচাপের ইঙ্গিত
- জানুয়ারির মধ্যে ২ কোটি ৬০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমির ওষুধ
- আজ রয়েছে বিপিএলের ২ টি খেলা
- ঠাকুরগাঁওয়ে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
- জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল বাংলাদেশ: রাষ্ট্রপতি
- আল্লাহু আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা
- শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি