• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো.সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটুসহ কমিটির অন্যরা। 

সভায় ঠাকুরগাঁও জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এবারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন ১৭০৩ জনকে ঘর দেয়া হয়েছে। সেই সাথে পর্যায়ক্রমে আরো ৫৫০ জনকে এই ঘর বরাদ্ধ দেয়ার মাধ্যমে জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –