• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

১৯৭১: মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রেক্ষাপট ঠাকুরগাঁও" শীর্ষক আলোচনা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে "১৯৭১ : মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রেক্ষাপট ঠাকুরগাঁও" শীর্ষক এক আলোচনা  সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, জেলা ইউনিটে সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সভায় উপজেলার বালিয়া ইউনিয়নের ময়নাপাড়া গণহত্যা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারজানা হক।

এ সময় তিনি, ময়নাপাড়া গণহত্যার বর্বরোচিত,লোমহর্ষক ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস জানার উপর গুরুত্ব আরোপ করেন।

গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপাধ্যক্ষ মু.হাবীব উলুব্বী।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান গবেষক ফারজানা হকের লেখা জাঠিভাঙ্গা গণহত্যা শিরোনামের বই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –