• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ রাকিব হাসান লতিফ ও রানা মিস্টার দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন।

গ্রেপ্তাররা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হাসান লতিফ ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার।

পুলিশ সুপার জানান,বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সবুর হাসান জুলুনকে আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের করা হলে সে জানান রতনদিঘী এলাকার রাকিব হাসান লতিফ ও রানা মিস্টারের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হাসান লতিফকে আটক করে ডিবি। জুলুনের তথ্য অনুযায়ী রানা মিস্টারের বসতবাড়ি থেকে একটি সচল আগ্নেয়াস্ত্র ও একটি তাজাগুলি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –