• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

উদয়পুরের অন্ধ সুবেশের পাশে দাঁড়ালেন ফিলিপ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

গ্রামের নাম উদয়পুর হলেও জীবনে কখনও সূর্য উদয় বা অস্ত কোনোটাই দেখেননি তিনি। জন্ম থেকেই অন্ধ এই মানুষটির নাম সুবেশ চন্দ্র পাল। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামের বালুবাড়ি পাড়ার হতদরিদ্র এই সুবেশের দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে বুদ্ধি প্রতিবন্ধী। নিদারুণ অভাবের সংসারে সারা বছর দুঃখ-কষ্ট যেন ওদেরকে জড়িয়ে থাকে অক্টোপাসের মতো।

এ অবস্থায় বাবাকে সহযোগিতা করতে হাল ধরেছে মেয়ে রিণা পাল। রিণাই যেন হয়ে উঠেছে জন্মাদ্ধ বাবার 'অন্ধের ষষ্ঠি'। যেটুকুন বয়সে রিণার খেলাধুলা আর সখীদের সঙ্গে ঘুরে বেড়ানোর কথা সেই সময়ে সে মা-বাবার সঙ্গে জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। বাবার কাজে সহযোগিতা করতে গিয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা অবস্থায় স্কুলও ছাড়তে হয়েছে তাকে।

মা তুলনা রাণী মাটি দিয়ে বানান হাড়ি-পাতিল-খেলনাসহ আরও অনেক কিছু। আর সেগুলো পুরনো একটি সাইকেলে করে গ্রামে-গ্রামে ফেরি করেন মেয়ে রিণা আর তার বাবা অন্ধ সুবেশ। এ থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে যায় ওদের জীবন-জীবিকা।

এ রকম একটি অসহায় পরিবারের খবর পেয়ে সেই গ্রামে ছুটে যান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ ছেলে আহসান উল্লাহ ফিলিপ। পরিবারটির কষ্টের কথা শুনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সহযোগিতার অংশ হিসেবে তিনি একটি গরু প্রদান করেন পরিবারটিকে। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-০২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ফিলিপ বলেন, এরকম অসহায় পরিবারগুলোর সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানুষ মানুষের জন্য কথাটির তাৎপর্য হয়তো তখনি স্বার্থক হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –