• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

 
মাকে নিয়ে আবেগ আর ভালোবাসা একটু বেশই থাকে। মমতাময়ী মাকে সম্মান জানাতে মায়ের পা ধুয়ে সম্মান জানালো ঠাকুরগাঁওয়ের স্কুল শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানায়। মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমন শিক্ষার্থীরা খুশি হয়েছে, তেমনি সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম জানান, সে মাকে অনেক ভালোবাসে। তবে এ ভালোবাসার কথা প্রকাশ করা হয়না। আজকে মায়ের পা ধুয়ে এ ভালোবাসা প্রকাশ করতে পেরে খুব আনন্দ হচ্ছে তার। 

সন্তানের হাতে এমন ভালোবাসা পেয়ে এক মা বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের হাতে এমন ভালবাসা পাব কখনো ভাবিনি। নিজেকে গর্বিত মা মনে হচ্ছে আজ। আমি আজ অনেক বেশি খুশি ও আনন্দিত। দোয়া রইলো সব সন্তানের জন্য। 

স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছরে আমরা মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে থাকি। এবারো মায়েদের সম্মানার্থে আমরা সন্তানদের দ্বারা পা ধোয়ার কর্মসূচি সম্পন্ন করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন আয়োজন করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –