• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন কৃষক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে বোরো মৌসুমে কৃষি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তুকিতে পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৩১ লাখ টাকা মূল্যের এ কম্বাইন হারভেস্টার মেশিন ক্রয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে এ ধরনের আরো দুইটি যন্ত্র ক্রয়ে দুইজন কৃষককে ভর্তুকি প্রদান করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –