• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

১৭ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, সন্ধান চেয়ে স্বামীর জিডি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

ঠাকুরগাঁওয়ে বাসা থেকে নিখোঁজ হয়েছেন সেলিনা (৩৫) নামের এক গৃহবধূ। ১৭ দিন ধরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। রোববার (২৭ আগস্ট) নিখোঁজ হওয়ার ১৭ দিন হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই গৃহবধূর স্বামী মোস্তফা ইসলাম।

এর আগে ১১ আগস্ট নিখোঁজ হন ওই গৃহবধূ। নিখোঁজ হওয়ার পর দুদিন খোঁজাখুঁজি করে না পেয়ে ১৩ আগস্ট ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোস্তফা।

মোস্তফা ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার বাসিন্দা।

মোস্তফা জানান, ১৪ বছর আগে সদর উপজেলার নারগুণ ইউনিয়নে ফেসাডাঙ্গীর আব্দুল রহমান বিহারুর মেয়ে সেলিনাকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে ১২ ও চার বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার দিন কাজের প্রয়োজনে তিনি বাইরে ছিলাম। ফিরে এসে দেখেন তার স্ত্রী বাসায় নেই। বড় মেয়েকে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারিনি। প্রতিবেশীর বাসায় গিয়েছেন ভেবে তেমন চিন্তিত ছিলেন না। তবে রাতেও স্ত্রী ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে খোঁজ করে কোথাও পাননি।

ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা যায়, এ ঘটনার তদন্তভার ছিল উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রহমানের কাছে। পরে তিনি পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি হন। তিনি এ ঘটনার কাগজপত্র থানায় জমা দিতে দেরি করায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে নিখোঁজ গৃহবধূর বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি পুলিশের কাছে নেই।

তবে দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

তিনি বলেন, এরই মধ্যে এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগির গৃহবধূ নিখোঁজের রহস্য বের করবে পুলিশ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –