• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে সতর্ক পুলিশ: স্বাভাবিক যান চলাচল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচির প্রথম দিনে স্বাভাবিক রয়েছে ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি। অন্যান্য দিনের মতোই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

রবিবার জেলার বিভিন্ন স্থানে গেলে এমনি চিত্র দেখা যায়। 

শহরে ইজিবাইক,অটোরিকশাসহ বেশ কিছু যানচলাচল করতে দেখা যায়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশের টহল। কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, হরতাল কেন্দ্র করে জেলাবাসীর নিরাপত্তায় জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দিন ও রাতে জেলায় বিভিন্ন স্থানে ভাগ করে ডিউটি ভাগ করা হয়েছে। থানা পুলিশ, পুলিশ লাইন্সের সদস্য, ডিবিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তার এ ছক তৈরি করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –