• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

ঠাকুরগাঁও শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের ঘোষিত ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচিসহ বিএনপি'র সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে এক শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুর ১২.১৫টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবলুর নেতৃত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন,  জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নাজমুল হুদা অ্যাপোলোসহ প্রমুখ। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –