• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে রোরো উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদণা হিসেবে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিহারঞ্জন রায়, ইসরাত জাহান লিসা উপস্থিত ছিলেন, উপসহকারি কৃষি অফিসার আব্দুর রহিম, মোজাম্মেল হক, সাংবাদিক ফাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ সাইফুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার তালিকাভূক্ত ৪ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সোমবার দুই হাজার একশ জন কৃষকে এস এল- ৮, জনক রাজ জাতের বীজ ও ১০ কেজি ডেট সার এবং ১০ কেজি পটাশ সার প্রণোদনা দেয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –