• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে প্রকৌশলীর অদক্ষতায় লোকসানের মুখে ঠিকাদাররা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রকৌশলীর অদক্ষতার কারণে ঠিকাদাররা লোকসানের মুখে পড়েছেন। এ অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলামের বিরুদ্ধে।

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ভবন নির্মাণ কাজের টেন্ডার গত ১৫ মার্চ আহ্বান করা হয়। ১০ এপ্রিল টেন্ডার ক্রয় ও ১১ এপ্রিল টেন্ডার খোলার তারিখ নিধারণ করেন উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম। ১০ লাখ টাকা ব্যয়ে চারটি প্রতিষ্ঠানে আইসিটি ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগ হয়। 

গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ও ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয়ের কাজ পায় ভাই ভাই এন্টারপ্রাইজ। নেকমরদ বড়পুকুর ফরিদপাড়া উচ্চ বিদ্যালয়ের কাজ মের্সাস আসিফ ট্রেডার্স ও বলঞ্চা উচ্চ বিদ্যালয়ের কাজ মের্সাস মামুন এন্টারপ্রাইজ পায়। 

বরাদ্দকৃত অর্থ দিয়ে বিধি মোতাবেক ভবনটির দৈর্ঘ্য হবে ২০ ফুট প্রস্ত ১৭ ফুট। কিন্তু প্রকৌশলীর অদক্ষতার কারণে ৩টি প্রতিষ্ঠানে ভবনের দৈর্ঘ্য হয়েছে ২৮ ফুট। ১টি ভবন রয়েছে নিয়মের মধ্যে বাকি ৩টি ভবনের ঠিকাদাররা পড়েছেন বিপাকে।  

এ প্রসঙ্গে বলঞ্চা উচ্চ বিদ্যালয়ের ঠিকাদার আবু তাহের ও নেকমরদ বড়পুকুর ফরিদপাড়া উচ্চ বিদ্যালয়ের ঠিকাদার মো. নবী বলেন, ডিজাইন অনুযায়ী কাজ শুরু না করে, মনগড়া ডিজাইন দিয়ে উপজেলা ইঞ্জিনিয়ার তারেক বিন ইসলাম ২৮ ফুট প্রস্ত দেখিয়ে কাজ উদ্বোধন করেন। 

ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয়ে ঠিকাদার আহাম্মেদ হোসেন বিপ্লব বলেন, কাজের একটা ভুল হয়েছে তা কীভাবে পুষিয়ে নেয়া হবে তা আলোচনা চলছে। জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহান হোসেন বলেন, কাজটিতে যেহেতু ত্রুটি হয়েছে সে মোতাবেক রিভাইজ করার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, কাজ ভুল করে হোক, আর সঠিকভাবেই হোক বেশি কাজ করে নিয়েছি। এটাতো সরকারের উপকার করেছি। এ ব্যাপারে সরকার আমার কোনো ক্ষতি করবেনা। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –