• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির কার্যালয়ে ছিনতাইয়ের কবলে ফটোসাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

বিএনপির সংবাদ সংগ্রহ করার সময় দলের কার্যালয়ের ভেতরে ছিনতাইয়ের কবলে পড়েছেন এক ফটো সাংবাদিক। আপডেট২৪ নিউজের ফটোসাংবাদিক শেখ মো. জর্জ এ ঘটনার শিকার হন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন গণমাধ্যমকর্মীরাও।

একাদশ জাতীয় সদস্য নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের আসা যাওয়া চলছে সব সময়। এর মধ্যেই এমন ঘটনাটি ঘটল।

ঘটনার শিকার ফটোসাংবাদিক আমাদের জানান, তখন বিএনপির কার্যালয়ের ভেতরে প্রচুর ভিড় ছিল। ওই সময় তিনি দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ করেই ১০-১৫ জন বহিরাগত ছেলে তার ক্যামেরা নেয়ার জন্য টানাটানি শুরু করেন। সে সময় তার কাছে থাকা ক্যানন ৬০০ডি ক্যামেরা ও স্যামসাং জে৭ প্রাইম প্রো ব্র্যান্ডের মোবাইলটি কেড়ে নেয়।

তার ভাষ্য, রিজভী ভাই নামছে, এই বলে হট্টগোল শুরু হয় কার্যালয়ের ভেতরে। আমি আমার হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও করছিলাম। এরইমধ্যে কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার ক্যামেরা টানাটানি শুরু করে। কোন কিছু বোঝার আগেই তারা আমার ক্যামেরা ও ফোন নিয়ে দ্রুত বের হয়ে যায়।

এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –