• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বিএনপি নির্বাচন এলে রাগ করে: পানিসম্পদ উপমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২  

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি নির্বাচন এলে রাগ করে। নির্বাচন কমিশনে ওনারা যাবেন না, নিয়মের মধ্যে থাকবেন না। গত নির্বাচনে ওনারা যাননি, উল্টো প্রতিহত করতে চেয়েছেন। দেশের মানুষ দেখেছে বিএনপি কিভাবে সারাদেশে আগুন সন্ত্রাস-পেট্রোল বোমা মেরে হত্যাকাণ্ড চালিয়েছে।

শুক্রবার দুপুরে শরীয়তপুরে জাজিরা-নড়িয়া-সুরেশ্বর সড়কে আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হলে একটি বড় মিছিলও করতে পারেনি তারা। খালেদা জিয়ার জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়ে তাকে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

এনামুল হক শামীম বলেন, জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই। কারণ তারা বিপদে-আপদে থাকে না। তিন বছর করোনার মধ্যে তাদের কেউ দেখেনি। বাংলাদেশের কোথাও বিএনপি নেতাকর্মীরা ছিলেন না।

এ সময় নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –