• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগে চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই নেই: মির্জা আজম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২২  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে কোনো চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই নেই।

সোমবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আদাবর থানা এবং এর অন্তর্গত ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে আওয়ামী লীগের কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ। তাই কমিটি গঠনে সচেতন ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো মাদক ব্যবসায়ী কমিটিতে আসতে না পারে। চাঁদাবাজ ও দখলবাজদের আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই নেই। কমিটিতে কোনো বিতর্কিত লোককে স্থান দেওয়া হবে না। এটাই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।  

তিনি আরো বলেন, পদ্মাসেতু যাতে উদ্বোধন না হয় সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আগামী ২৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীমের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –