• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সীতাকুণ্ডে বিএনপির পাল্টাপাল্টি কমিটি, একের আঙুল অন্যের দিকে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২২  

চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিটি গঠনকে ঘিরে বিএনপিতে দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা। একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দুটি পক্ষ। এর মধ্যে একটি দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও অন্যটি তার বিরোধীপক্ষ বলে জানা গেছে।

সম্প্রতি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে কমিটি ঘোষণা দেয় আহ্বায়ক কমিটি। এ নিয়ে দেখা দেয় বিবেদ। এরপর সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটির ঘোষণা দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দিন আশরাফ। এ সময় প্রাথমিকভাবে দুটি ওয়ার্ডে পাল্টা কমিটি গঠনের কথা জানান তিনি।

মোজাহের উদ্দিন আশরাফের দাবি, কোনো কাউন্সিল ছাড়া ও আহ্বায়ক কমিটির সদস্যদের না জানিয়েই ওয়ার্ডগুলোতে কমিটি ঘোষণা করে বর্তমান আহ্বায়ক কমিটি। মূলত আসলাম চৌধুরীকে বাদ দিতেই উঠেপড়ে লেগেছে একটি পক্ষ। ফলে তার সমর্থকদেরও বাদ দেওয়া হয়েছে।

এদিকে, এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বর্তমান কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।

আসলাম চৌধুরীর নির্দেশেই তাকে আহ্বায়ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা আমাদের আসলাম বিরোধী বলছে, মূলত তারাই আসলাম বিরোধী। তারাই এসব করে বিএনপিতে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –