• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অন্ধকারে নিমজ্জিত বিএনপির আন্দোলন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

অন্ধকারে নিমজ্জিত বিএনপির আন্দোলন                                    
গতি হারিয়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছে বিএনপির যুগপৎ আন্দোলন। গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে মহাসমাবেশের পর থেকেই আর আলোর মুখ দেখছে না দলটির কোনো কর্মসূচি। জনগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই। এছাড়া টানা আন্দোলন ব্যর্থ হওয়ায় আশা হারিয়ে ফেলেছে দলটির নেতাকর্মীরাও।

যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার অভাবে কোনোভাবেই আন্দোলন এগিয়ে নিতে পারছে না বিএনপি।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি একটি সমাবেশ আয়োজন করে। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি নতুন করে ১০ দফা দাবিতে দেশব্যাপী বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। এভাবে একের পর এক সমাবেশের ঘোষণা দিয়েও কোনো গতিপথ খুঁজে পাচ্ছে না বিএনপির আন্দোলন।

ব্যর্থ আন্দোলনের পেছনের কারণ হিসেবে নেতৃত্ব শূন্যতাকে দায়ী করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে, দলে এমন কোনো নেতা নেই- যিনি জন সমর্থন আদায় করতে পারেন। এছাড়া, আন্দোলন সফল করার মতো কর্মীও বিএনপি কিংবা অঙ্গ সংগঠনগুলোতে নেই।

সূত্র বলছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ঢুকে গেছে। এ কারণে নতুন করে তারা কোনো আন্দোলন বা কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত করছে না। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও কোনো সমর্থন না পেয়ে পথ হারিয়ে ফেলেছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সফল আন্দোলনের অন্যতম শর্ত জনসমর্থন। বিএনপির পক্ষে দেশের জনগণ অনেক আগে থেকেই নেই। বর্তমানে কর্মীরাও দিশেহারা হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। ফলে বিএনপির কোনো কর্মসূচিই আলোর পথ খুঁজে পাচ্ছে না। যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি ছাড়া বিএনপির যুগপৎ আন্দোলন কোনোভাবেই সফলতা পাবে না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –