• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

এখন বর্ষাকাল। রোদ আর বৃষ্টির খেলা চলছে। বছরের পুরো সময়টা বসে থাকলেও এই সময়টায় ছাতার কারিগরদের ব্যস্ততা বেড়ে গেছে। কার ছাতা কে আগে মেরামত করে নেবে, তার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে।

দেখা গেছে, সৈয়দপুরে ফুটপাতে ছাতার কারিগর রয়েছে প্রায় শ খানেক। এছাড়া ভ্রাম্যমাণ ছাতার কারিগররা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে ছাতা মেরামত করে চলেছেন। রোদ ও বৃষ্টির ধারা থেকে মুক্তির ছোট্ট একটি বস্তু প্রয়োজনটা কত তা বর্ষা মৌসুমেই বলে দেয়। আগের আমলে কাঠের হাতলে ছাতা থাকলেও হাল আমলে ছাতার হাতল ও কাপড়ে বৈচিত্র্য এসেছে। ছাতার হাতলের সঙ্গে সুইচ টিপলেই মেলে ওঠে। যত বৈচিত্র্যময় হউক ছাতা উলটে গেলে, কাপড় ছিঁড়লে বা সেলাই খুলে গেলে ছাতার কারিগর ছাড়া কোনো উপায় নেই। বর্ষা মৌসুমে যেমনি ছাতার ব্যবহার বাড়ে, তেমনি কারিগরদের কাজ এবং রেটও বাড়ে।

শহরের হাওয়ালপাড়ার ছাতার কারিগর নাসিম আহমেদ জানান, প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে ছাতার কাপড়, হাতল, স্প্রিং, কামান প্রভৃতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। এছাড়া সারা বছরই বসে থাকতে হয়, এই সময়টায় কিছু কাজ হয়। এরা বেশির ভাগই পৈতৃক সূত্রে এ পেশায় জড়িয়েছেন। এখানকার ছাতার কারিগররা প্রতিদিন গড়ে ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন। তারা বৃষ্টিতে ভিজে কাজ করেন কিন্তু ব্যবহারকারীদের ভিজতে দেন না। তারা ছাতার অসুখ-বিসুখ সারিয়ে তোলেন। আর বিনিময়ে অর্থ উপার্জন করে সংসার চালান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –