• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘ডিআরইউতে শেখ রাসেল এডুকেশনাল ল্যাব স্থাপন করতে চাই’ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শেখ রাসেল এডুকেশনাল ল্যাব স্থাপন করতে চাই। এতে সংগঠনের সদস্য, সদস্য পরিবারের সন্তান, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন। সেখানে বিভিন্ন কোর্স, কারিকুলাম থাকবে।

বুধবার ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে ‘ডিআরইউ অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অ্যাপটির মাধ্যমে ডিআরইউ সদস্যরা সংগঠনের চাঁদা ঘরে বসেই দিতে পারবেন। ক্যাশলেস সোসাইটি হতে ডিআরইউ’র এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটি যাতে রোল মডেল হয়, আরো আপগ্রেড হয়- সেজন্য আমরা সবরকম সহযোগিতা করব।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুক্কুর আলী শুভ ও কবির আহমেদ খান। এছাড়া সংগঠনটির বর্তমান কমিটির নেতা ও ডিআরইউ সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –