• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিটকয়েনের দাম বেড়ে আকাশচুম্বী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

বিটকয়েনের দাম দ্রুতগতিতে বাড়ছে। বর্তমানে প্রতি বিটকয়েনের দাম স্থির হয়েছে ২৭ হাজার ৩৫০ ডলারে।

শুক্রবার শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর ব্যাপক বেড়েছে। এদিন ডিজিটাল মুদ্রাটির দর ঊর্ধ্বমুখী হয়েছে ৯ দশমিক ২ শতাংশ। গত ১০ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। তাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দরপতন ঘটেছে। পরিপ্রেক্ষিতে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। শুধু একদিনেই ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বেড়েছে ২ হাজার ৩০৯ ডলার। 

গত বছর ক্রিপ্টোর ব্যাপক দরপতন ঘটে। সেবার নিয়মিত সুদের হার বাড়িয়ে যায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগে পিছপা হন ব্যবসায়ীরা।

তবে ২০২৩ সালের শুরু থেকেই ঘুরে দাঁড়াতে থাকে বিটকয়েনের বাজার। গত ১ জানুয়ারি প্রতিটির দাম ছিল ১৬ হাজার ৪৯৬ ডলার। সেই থেকে বিশ্বের সর্ববৃহৎ ও সুপরিচিত মুদ্রাটির দর বেড়েছে ৬৫ দশমিক ৯ শতাংশ।

ক্রিপ্টোকারেন্সি বাজারের দ্বিতীয় বড় মুদ্রা ইথেরিয়াম। একই দিনে যার দাম বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। প্রতিটির দর নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৭৬৮ ডলার ৫ সেন্টে। কেবল একদিনে বাজার মূল্য চড়া হয়েছে ৯১ দশমিক ৬ ডলার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –