• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয় পেতে রংপুরের লক্ষ্য ১৬৪

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বিপিএলের ১৬তম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে আসরের এখন পর্যন্ত সেরা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে চট্টগ্রাম। 

টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার লেন্ডল সিমন্স। 

সিমন্সের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টলার দলটি। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি রংপুরের বোলারদের সামনে। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে চট্টগ্রাম। ৪০ বলে ৭২ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন আভিস্কা। তার ইনিংসটি সাজানো ছিলো ৮টি চার ও ৪টি ছয়ের মারে। 

এছাড়া নুরুল হাসান সোহান ২০ ও চ্যাডউইক ওয়াল্টন করেন ১৬ রান। শেষের দিকে ১২ বলে ১৭ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন লিয়াম প্লাংকেট। 

রংপুরের সফলতম বোলার মুস্তাফিজুর রহমান ২৩ রান খরচায় নেন দুই উইকেট। লুইস গ্রেগরিও দুটি উইকেট নেন, ৪ ওভারে তিনি রান দেন ২৭।

মৌসুমে টানা চার ম্যাচ হেরে প্রথম জয়ের স্বপ্ন দেখছে রংপুরের দলটি। অপরদিকে নিজেদের প্রথম ছয় ম্যাচে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –