• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দুই মাস না যেতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাব্বির

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

সাব্বির রহমান সাম্প্রতিককালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রশ্নবিদ্ধ চরিত্র। একের পর এক জরিমানা, নিষেধাজ্ঞা সত্বেও বিতর্কিত কাণ্ড ঘটিয়েই চলেছেন। সবশেষ উইন্ডিজ সিরিজে ফেসবুকে দুই সমর্থককে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা পান। তবে অপেক্ষা বেশিদিন করতে হচ্ছে না। দুই মাস না যেতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

সাব্বিরের নিষেধাজ্ঞা ছিল শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন তিনি। আসন্ন উইন্ডিজ সিরিজে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও অংশ নিচ্ছেন তিনি। বিসিবি একাদশের হয়ে ১৮ তারিখের ম্যাচে অংশ নেবেন সাব্বির। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাব্বিরকে প্রস্তুতি ম্যাচে বিবেচনায় রাখার প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা সাব্বিরকে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিবেচনায় রাখছি।’

জাতীয় দলের সবশেষ ম্যাচগুলোতেও অবশ্য রান পাননি তিনি। এছাড়া চলতি মৌসুমে জাতীয় লিগে গোমড়া মুখেই ছিল সাব্বিরের ব্যাট। একটি ম্যাচেই করেছিলেন ৯৯ রান। এ ছাড়া বাকি পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ ৩৩।

শুধু প্রস্তুতি ম্যাচই নয়, ডিসেম্বরে ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ খেলোয়াড়ের তালিকায় বিজয়-তাসকিনদের সঙ্গে রয়েছে সাব্বিরের নামও।

সাব্বির ইমার্জিং কাপে থাকবেন কি না তা আলোচনা সাপেক্ষ। কারণ, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আর সাব্বির তাতে ৬ মাসের জন্য নিষিদ্ধ। তবে বোর্ডের সবুজ সংকেত পেলে, সাব্বিরকে দেখা যাবে ইমার্জিং কাপেও।

গেল বছরের ডিসেম্বরে রাজশাহীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে কিশোর ভক্তকে পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন সাব্বির। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা হিসেবে দেন ২০ লাখ টাকা। বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও।

দুই মাসের ব্যবধানে আবারো নিষেধাজ্ঞায় পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। নিষেধাজ্ঞার মেয়াদ আরও বেশি হতে পারত। কিন্তু টিম ম্যানেজমেন্টের বিশেষ অনুরোধে তা কমিয়ে ছয় মাসে আনা হয়। শাস্তি ঘোষণার পর ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের মতো কোনো কাজে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –