• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নিজেকে খুশি করার জন্য খেলছি : সৌম্য

নিজেস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের ড্যাসিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে বেশ কিছু দিন থেকে মাঠের বাইরে সময় কাটাচ্ছেন এই সাবেক ওপেনার। জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে আছেন চলছে তার দিন। তবে ‘আপাতত কোনো কিছু নিয়ে ভাবছি না। ভালো খেলে শুধু নিজেকে খুশি রাখার চেষ্টা করছি।’ এমনটাই জানালেন টাইগার সৈনিক।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ছন্দে ফেরার চেষ্টায় আছেন তিনি।

বুধবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে ফর্ম ধরে রাখতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনটি। একাডেমি মাঠে অনুশীলন করার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন‘আপাতত কোনো কিছু নিয়ে ভাবছি না। ভালো খেলে শুধু নিজেকে খুশি রাখার চেষ্টা করছি।

সর্বশেষ এশিয়া কাপে দলের মাঝপথে যোগ দিয়ে দুই ম্যাচ খেলেছিলেন সৌম্য। এক ম্যাচে রান না পেলেও বল হাতে অবদান রেখেছিলেন। ফাইনালে ভারতের বিপক্ষে বিপর্যয়ের মধ্যে করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। তবে তা যথেষ্ট মনে হয়নি নির্বাচকদের কাছে। যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলে রাখা হয়নি এই ব্যাটসম্যানকে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি ও জাতীয় লিগে তার ভালো ফর্ম দেখে নির্বাচকরা সিরিজের মাঝ পথে দলে ডাকেন সৌম্যকে। আর সুযোগ পেয়ে সেই পুরোনো রুপে নিজেকে মেলে ধরেন তিনি। দলকে জেতানোর পাশাপাশি নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়ে যান এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

নিজের ফর্ম নিয়ে সৌম্য বলেন, ‘আগের সৌম্য ফিরে এসেছে কি না জানি না। তবে আমি আগেও বলেছি এখনো বলছি, এখন অতো কিছু চিন্তা করে খেলছি না। এখন নিজেকে খুশি রাখার জন্য খেলছি। ভালো রান করে কমপক্ষে বাসায় গিয়ে যাতে হাসতে হাসতে ঘুমানো যায়।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেতে নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌম্য। সুযোগ পেলে ফিট থেকে ভালো খেলা তার লক্ষ্য।

‘আপাতত নিজের কাজটা নিজে করছি। ফিটনেস-পারফর্ম ধরে রাখার চেষ্টা করছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। যদি সুযোগ পাই চেষ্টা থাকবে ফিট থেকে ভলো খেলার। সর্বশেষ ম্যাচে যেভাবে খেলেছি এভাবে খেলে যেতে চাই। ভালো পারফর্ম করে নিজেকে নিয়ে যেন নিজে খুশি থাকতে পারি।’

বাংলাদেশের ওপেনিংয়ে তামিমের জায়গা নিশ্চিত। কিন্তু ওপেনিংয়ে আরেকটি জায়গা নিয়ে নিয়মিত লড়াই চলছে ইমরুল-লিটনের মধ্যে। সেই তালিকায় যোগ হয়েছেন সৌম্য সরকারও।

একটা সময় বাংলাদেশ দলের নিয়মিত ওপেনারকে নিজের জায়গা ফিরে পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওপেনিংয়ে জায়গা পাওয়ার জন্য আলাদাভাবে কোনো প্লান করিনি। শেষ ম্যাচগুলোতে একেকবার এক জাগায় ব্যাট করেছি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তিনে ব্যাট করেছি। যদিও তিন আর ওপেনিং কাছাকাছি। চেষ্টা থাকবে ওপেনিংয়ে নিজের জায়গা ফিরে পাওয়ার।’

আগামী ২২ নভেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজকে বাংলাদেশের জন্য কঠিন উল্লেখ করে সৌম্য বলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একটু কঠিন হবে। তাদের বোলারদের গতি অনেক বেশি। আর আমাদের এই উইকেটে, অনেক গতির বল খেলা খুব কঠিন। তারপরও ওইসব চিন্তা না করে পেস কিংবা স্পিন যাই হোক সেটা সামলানোর মানসিকতা আমাদের তৈরি করতে হবে। কারণ আমরাও ভালো দল। আমরা যে খুব একটা খারাপ খেলছি তা কিন্তু না। আমরা যতো কৌঁশলে তাদের সামলাতে পারব সেটাই আমাদের জন্য ভালো হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –