• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করল কলম্বিয়া

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রবিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর আগে শনিবার ভোরে আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়ানরা।

কলম্বিয়ার পক্ষে জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। একটি গোল করেন কুয়াদরাদো। অন্যদিকে পেরুর হয়ে গোল দুটি করেন ইয়ুটুন এবং লাপাদুলা।

ম্যাচের প্রথম গোলটি এসেছিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। গোলটি করেছিলেন ইয়ুটুন। তবে ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান কুয়াদরাদো।

৬৬তম মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু ৮২ মিনিটে লাপাদুলা গোল করে পেরুকে ফেরান সমতায়। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে লুইস দিয়াজ গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –