• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের সম্ভাব্য একাদশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে  মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে এবার সীমিত ওভারের ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে। টেস্ট সিরিজ শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন মুমিনুলরা। আজ বাংলাদেশ খেলবে তামিম ইকবালের বিপক্ষে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ বলেই সতর্ক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে একই সময়ে চলমান অন্যান্য সিরিজেও চোখ এই ওপেনারের। তাই গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়া তামিম এক ফাঁকে এটিও মনে করিয়ে দিতে ভুললেন না, ‘আয়ারল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’

টাইগারদের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –