• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

এখনও বুঝতে পারছি না জিনিসটা আসলে কী- নাসুম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

সেপ্টেম্বর মাসের আইসিসি 'প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।সাথে আরো মনোনয়ন পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচান ও যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রা। তিনজের মাঝে নাসুমই এগিয়ে। কিন্তু এই স্পিনার ঠিক বুঝে উঠতে পারছেন না 'প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারটা আসলে কী! বিষয়টি নিয়ে মুশফিকুর রহিমসহ সতীর্থদের সঙ্গে কথা বললেও তার মনে ধোঁয়াশা থেকে গেছে।

বিসিবির পাঠানো ভিডিওবার্তায় নাসুম আহমেদ বলেন, 'আসলে বিষয়টা আমিও জানতাম না। কাল যখন হোটেলে গেলাম অনুশীলনের পর তখন জানলাম। আসলে বিষয়টা বুঝিওনি যে জিনিসটা কী। এটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি। মুশফিক ভাইয়ের সাথে এটা নিয়ে একটু বেশি কথা বলেছি। উনি বলল যে, 'তোকে নমিনেট করা হয়েছে। এখন সবাই ভোট দেবে। তুই সবার আগে থাকলে তোকে প্লেয়ার অব দ্য মান্থ মনোনীত করবে।'

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে চলতি বছরের মে মাসে তিনি এই পুরস্কার জিতে নেন। মুশফিকের আশ্বাসের পরও নাসুমের মনে এই পুরস্কার নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে, 'সত্যি কথা বলতে আমি এখনও বুঝে উঠতে পারছি না যে জিনিসটা কী। এটা হয়তো অনেক সম্মানের একটা বিষয়। আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলোতে ভালো খেলেছি। সেই ভালো খেলার পুরস্কার হয়তো পাব। খুব ভালো লাগছে।'

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –