• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সালাহ’র পেনাল্টি মিস, লেস্টারের কাছে হারল লিভারপুল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেই ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে লেস্টার। চলতি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় হার এটি।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল লিভারপুল। ম্যাচের ১৬তম মিনিটে পেয়ে যায় পেনাল্টিও। কিন্তু মোহাম্মদ সালাহ’র নেওয়া পেনাল্টি শট রুখে দেন লেস্টারের গোলরক্ষক কেসপার শ্মাইকেল। গোলশূন্য অবস্থাতে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ফের গোলের সুযোগ পায় লিভারপুল। কিন্তু এবার গোলপোস্টের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন সাদিও মানে। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে গোল হজম করে লিভারপুল। লেস্টারের হয়ে গোলটি করেন আদেমোলা লোকমান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে হার নিয়ে মাঠে ছাড়েন সালাহ-মানেরা।

এই হারের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। আর ১৮ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে নবম স্থানে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –