• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কাতার বিশ্বকাপের অফিসিয়াল সিরিজ পোস্টার প্রকাশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

কাতার বিশ্বকাপের অফিসিয়াল সিরিজ পোস্টার প্রকাশ করেছে ফিফা। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে এ সিরিজ পোস্টার উন্মুক্ত করে আয়োজকরা। বুথাইনা আল মুফতাহ নামে কাতারের একজন নারী শিল্পী এসব পোস্টারের নকশা করেছেন।
 
এর আগে, লোগো ও মাসকট প্রকাশ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচন করা হলো বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার। পোস্টারে কাতারের ফুটবল ঐতিহ্য ও ফুটবলের প্রতি আরব বিশ্বের ভালোবাসার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

একটা নির্দিষ্ট পোস্টারের বদলে সাতটি আলাদা সিকোয়েন্সে এবার সিরিজ পোস্টার করা হয়েছে।

বুথাইনা আল মুফতাহ বলেন, পোস্টারে কাতারের ফুটবল ঐতিহ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এর মধ্যে যেটি প্রধান পোস্টার সেখানে আমাদের মাথায় পরার ঐতিহ্যবাহী পোশাক ‘গুত্রা-ইগাল’ শূন্যে ভাসিয়েছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –