• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ                  
দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হবার লক্ষ নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, বাছাই পর্ব খেলা তাদের জন্য মানসিক চাপ। আর খেলতে চান না বাছাই।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন দলীয় অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়েই যাচ্ছেন তারা। 

বাংলাদেশ পারফরম‌্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায় এবারের বাছাইপর্বে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে  তাইতো তেজোদ্বীপ্ত বার্তা, ‘আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই কোয়ালিফাই করা। অবশ্যই আমরা বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে চাই। আমরা যদি একটা দল হয়ে খেলতে পারি এবং ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, আমাদের বোলিং শক্তিটা যদি ঠিকভাবে দেখাতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।’

দলীয় ঐক্য এই দলের বড় শক্তি বলে জানালেন অধিনায়ক নিগার, ‘আমাদের এই দলটা  দীর্ঘদিন একসঙ্গে খেলছে। তাই সবাই সবার খেলাটা সম্পর্কে জানি৷ নিজেদের ওপর বিশ্বাস আছে।’

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারীদের টি-২০ বিশ্বকাপের আসর। এবারও বাছাইপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। যে মিশন শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে। 

২৬ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম‌্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। চ‌্যাম্পিয়ন হওয়ার লক্ষ‌্য নিয়ে এবারও বাংলাদেশ উড়াল দেয় মরুর দেশে। 

আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজই (৮ সেপ্টেম্বর) উড়াল দিচ্ছেন নারী ক্রিকেটাররা। সেখানে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প হবে। এই ক্যাম্প বাংলাদেশের নারী ক্রিকেটারদের খুব সাহায্য করবে বলে জানালেন অধিনায়ক।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত। 

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল‌্যান্ড, ম‌্যাচটি হবে ১৮ সেপ্টেম্বর। পরদিনই বাংলাদেশ মাঠে নামবে স্কটল‌্যান্ডের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –