• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এবারের বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড কার কেমন? 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২  

এবারের বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড কার কেমন?                      
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আর মাত্র এক মাস পরই শুরু হবে টি-২০র মহাযজ্ঞ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর স্কোয়াড ঘোষণার শেষ সময় বেধে দিয়েছিল আইসিসি। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। নির্দিষ্ট সময়ের আগেই প্রায় সব দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। 

কেবল বাছাইপর্বের কয়েকটি দেশ রয়েছে বাকি। এ ছাড়া এখন পর্যন্ত দল ঘোষণা করেছে বেশিরভাগ দলই। 

বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলবে বাংলাদেশসহ মোট ৮ দল। 

এছাড়া বাছাইপর্ব থেকে সুপার টুয়েলভে যুক্ত হবে আরও চার দল। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাসহ মোট ৮ দল। 

চলুন এক নজরে দেখে নেয়া যাক ঘোষিত দলগুলোর স্কোয়াড।

বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হোসেন শান্ত। 

স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও সৌম্য সরকার। 

ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, দিনেশ কার্তিক, দীপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিং।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার। 

পাকিস্তানের স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির এবং নাসিম শাহ।

রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হারিস। 

আফগানিস্তানের স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাঈ, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সলিম শাফি ও উসমান গনি।

রিজার্ভ : আফসার জাজাঈ, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ এবং গুলবাদিন নাঈব। 

ইংল্যান্ডের স্কোয়াড 
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়াহ, জনসন চার্লজ, শেল্ডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেইমন রেইফার ও ওডেন স্মিথ।

অস্ট্রেলিয়ার স্কোয়াড
অ্যারন ফিঞ্চ  (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হ্যান্ডরিক্স, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, ওয়াইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিসটান স্টাবস।

রিজার্ভ-মার্কো জানসেন, আন্ডেলে পেহলুকায়ো, বিজর্ন ফর্টুইন।

নেদারল্যান্ডসের স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, টম কুপার, বাস ডি লিড, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে, বিক্রম সিং, লোগান ভ্যান বেক, টিম ভ্যান ডার গুগেন, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, পল ভ্যান মিকেরেন।

নামিবিয়ার স্কোয়াড
জেরার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসা, বেন শিকঙ্গো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলমান, কার্ল বার্কেনস্টক, জেন গ্রিন, স্টিভেন বার্ড, বের্নার্ড শুলজ, পিকি ইয়া ফ্রান্স, ইয়ান নিকোল লফটি-ইটন, ইয়ান ফ্রাইলিঙ্ক, মাইকেল ফন লিনগেন, ডিভান লা কুক, লোহান লোরেন্স ও টানগেনি লুনগামেনি।

বাছাইপর্বে থাকা শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, আয়ার‌ল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে এখনো তাদের দল ঘোষণা করেনি। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –