• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অ্যাথলেটিকোকে হারিয়ে শীর্ষেই রইলো বার্সা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

আগের দিন ভিয়ারিয়ালের কাছে হেরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই সু্যোগে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।

রোববার (৮ জানুয়ারি) রাতে অ্যাথলেটিকোর ঘরের মাঠে মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিক অ্যাথলেটিকোকে ১-০ গোলে হারায় জাভি হার্নান্দেজের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না রবার্ট লেভানদোভস্কি। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি। ম্যাচের শুরুর দিকে দাপুটে ফুটবল খেলেছেন দেম্বেলে, পেদ্রি, আনসু ফাতিরা। তাতে ম্যাচের মাত্র ২২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় বার্সেলোনা।

অ্যাথলেটিকোকে রক্ষণভাগের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান মাঝমাঠের প্রাণভোমরা পেদ্রি। এরপর বল বাড়ান গাভির দিকে। গাভির চোখ খুঁজে নেয় অরক্ষিত থাকা দেম্বেলেকে। দূরের পোস্ট দিয়ে বাকি কাজটা সারেন ফরাসি তারকা। 

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। তবে কাজে লাগাতে পারেননি। এর মাঝেই মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার তোরেস এবং অ্যাথলেটিকোর স্টেফান সেভিচ। 

তাতে দুই দলই দশজনে পরিণত হওয়ায় কেউ অবশ্য বাড়তি সুবিধা নিতে পারেননি। শেষে জয় নিয়েই মাঠে ছাড়ে বার্সা। এই জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাথলেটিকো।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –