• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিপিএল-২০২৩: জয়ের ধারায় ফেরার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

বিপিএল-২০২৩: জয়ের ধারায় ফেরার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর            
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ। যেখানে এ পর্বের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিপিএলের এবারের আসরে খুলনা ও রংপুর দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে মোটামুটি শক্তিশালী দল গড়েও কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি খুলনা। দুই ম্যাচের দুটিতেই হেরে কেবল রানরেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে তারা।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও নিজেদের পরের ম্যাচেই ফরচুন বরিশালের কাছে হারের মুখ দেখেছে রংপুর রাইডার্স। আজকের ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে খুলনার লক্ষ্য থাকবে আসরের প্রথম জয় নিশ্চিত করা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –