• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৩  

সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল বাংলাদেশের যুবারা। এরপর টানা দুই ওয়ানডেতেও হারের মুখ দেখে বাংলাদেশ। তবে অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ মে) শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ৪১ ওভার ৪ বলে মাত্র ১৫৪ রানে অলআউট হয় হয় পাকিস্তান। অধিনায়ক সাদ বেগ করেন সর্বোচ্চ ৩৫ রান। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন বর্ষণ-জিসান আলম। 

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৬ ওভারেই জয়ের দেখা পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৬ রান করেন আদিল। এছাড়া সিহাব জেমস ২৭ ও জিসান করেন ২৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধান কমালো বাংলাদেশ।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –