– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

আমাদের উন্নতির দরকার আছে: নিক পোথাস

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

দু’দিন আগেই লাহোরে বাংলাদেশের রান পাহাড়ে চাপা পড়েছিল আফগানিস্তান। সেই রান তাড়া করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে আফগানরা। কিন্তু একই মাঠে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে টিম টাইগার্সের।

বুধবার লাহোরে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। যেখানে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা।

দলের এমন হারে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। তার মতে, এখনও উন্নতির দরকার আছে।   

গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে হতাশাজনক ব্যাটিং নিয়ে পোথাস বলেন, ‘আমরা সম্ভবত প্রতিপক্ষের বোলিং আক্রমণের জন্য কাজটা সহজ করে তুলেছিলাম। এই গরমের মধ্যে ওদের সুযোগ দিয়ে গেছি। ব্যাটসম্যানদের উচিত ছিল ম্যাচটিকে টেনে নিয়ে যাওয়া। ভালো মানের বোলিং আক্রমণের বিপক্ষে খেলার ধরন ও রকমই হওয়া উচিত। এখানে আমাদের উন্নতির দরকার আছে।’

পাকিস্তানের বোলিং আক্রমণ সামলানোটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন মানছেন পোথাসও, ‘আমার মনে হয় না আমরা পাকিস্তানের বিপক্ষে খুব বেশি খেলি। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটি দলের বিপক্ষে খেলা খুব সহজও নয়। ওরা বিশ্বের এক নম্বর দল। এই মাঠের কন্ডিশনও বিশ্বের যেকোনো দলের চেয়ে ভালো জানা ওদের।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –