• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

হেডের অপরাজিত শতকে অজিদের অনায়াস জয়

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে নিজেকে কার্যকরী প্রমানের পর ব্যাটিং তাণ্ডব দেখিয়ে বড় লক্ষ্য তাড়ায় অজিদের সহজ জয়ের নায়ক শতক হাঁকানো ট্রাভিস হেড।নটিংহ্যামে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৪৯.৪ ওভারে ৩১৫ রানে গুটিয়ে যায়। জবাবে সফরকারীরা ৩৬ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ইংল্যান্ডের হয়ে ৯১ বলে ১১ চারে সর্বাধিক ৯৫ রান করেন ওপেনার বেন ডাকেট। তিনে নামা উইল জ্যাকস ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন।

ওয়ানডে অভিষিক্ত বেন ডারউইশ ওপেনার ফিল সল্টকে বোল্ড করলেও মাঠে পুরোটা সময় ছিলেন না। ৪ ওভারে ১৮ রানে এক উইকেট পাওয়া এই পেসার চোট নিয়ে মাঠ ছাড়েন। অজিদের হয়ে জাম্পা ৪৯ ও মার্নাস লাবুশেন ৩৯ রানে ৩টি করে উইকেট নেন। হেড ৩৪ রান খরচায় পান হেড।

বড় লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া দ্রুতই ১০ রান করা ওপেনার মিচেল মার্শের উইকেট হারায়। স্টিভেন স্মিথকে (৩২) নিয়ে ৮৬ রান যোগ করেন হেড। এরপর তিনি ক্যামেরন গ্রিনকে (৩২) নিয়ে ৭৩ রানের জুটি গড়েন। লাবুশেনের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অজি ওপেনার।

হেড ১২৯ বলে ২০ চার ও ৫ ছক্কায় ১৫৪ ও লাবুশেন ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট দখল করেন ম্যাথু পটস, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –