• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন পিটারসেন, আছেন সুজনও

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

আবারও ব্যাট হাতে মাঠে দেখা যাবে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনকে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনি ইংল্যান্ড লিজেন্ডস দলকে নেতৃত্ব দেবেন। অধিনায়ক হিসেবেই আরও একবার ক্রিকেট খেলতে দেখা যাবে পিটারসেনকে। একই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশের খালেদ মাহমুদ সুজনকেও।

টুর্নামেন্টে নতুন দল হিসেবে যুক্ত হবে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। আরও খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে করোনা মহামারীর কারণে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস। পিটারসেনের নেতৃত্বে ইংল্যান্ড দলের হয়ে মাঠে নামবেন একঝাঁক সাবেক তারকা। ব্রিটিশ কিংবদন্তিদের স্কোয়াডে রয়েছেন মন্টি পানেসর, নিক ক্রম্পটন, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, রিয়ান সাইডবটম, ম্যাথিউ হগার্ডের মতো তারকারা। 

একই সঙ্গে বাংলাদেশ লিজেন্ডস দলও ঘোষিত হয়েছে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন খালেদ মাহমুদ সুজন। আরও আছেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির।

১৭ দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ মার্চ। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচগুলো রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –