• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

অন্ডকোষ চেপে যুবককে হত্যার অভিযোগ কলেজছাত্রীর বিরুদ্ধে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২০  

ঠাকুরগাঁওয়ে এক কলেজছাত্রীর বিরুদ্ধে একই গ্রামের এক যুবককে অন্ডকোষ চেপে হত্যার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর নাম জবেদা বেগমের (২০)। নিহত যুবকের নাম আব্দুল লতিফ (৩৪)।

শুক্রবার (৮ মে) সকালে জেলার রানীশংকৈলে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পদমপুর শালবাড়ী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে জবেদা বেগম (২০) পারিবারিক কলহের জের ধরে পাশের বাসার এক বৃদ্ধা সুফিয়া বেগমকে (৮০) মারধর করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে আব্দুল লতিফ ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসলে জবেদা ওই বৃদ্ধাকে ছেড়ে দিয়ে আব্দুল লতিফের অন্ডকোষ দুই হাতদিয়ে জোড়ে চেঁপে ধরলে ঘটনাস্থলে আব্দুল লতিফের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জবেদা বেগমকে আসামি করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –