• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এক সময় আত্মহত্যা করার কথা ভেবেছিলাম- ইলিয়ানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

করোনাকালীন সময়ে নানা কারণে মানসিক অবসাদে ভুগছেন অসংখ্য মানুষ। এ তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজও। সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইলিয়ানা জানিয়েছেন, এক সময় তিনিও আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। 

তিনি জানান, মানসিক অবসাদে শরীরে অসামঞ্জস্যতা দেখা দেয়। ফলে ইলিয়ানা নিজের অবস্থা নিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়েন। যদিও এখন সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন। 

ইলিয়ানা ডি ক্রুজ বলেন, তখন আমি খুব হতাশ থাকতাম। মানসিক অবসাদে ভুগছিলাম। টেরই পাইনি আমার এই হতাশা মানসিক অবসাদে বদলে গিয়েছে। শরীরে ডিসঅর্ডারটা ঠিক কী, কিছুই জানতাম না। তবে এটুকু জানতাম, আমি আর বাঁচতে চাই না। সব শেষ করে ফেলতে চেয়েছিলাম। 

যোগ করে এই অভিনেত্রী জানান, তবে সব স্পষ্ট হয়ে নিজের কাছে ধরা দেয়ার পর মানসিক অবসাদ নিয়ে এক সময় লড়াই শুরু করেন তিনি।

তার মতে, কোনো সমস্যায় পড়লে চুপচাপ বসে থাকা উচিত না। আমাদের সবার সঙ্গে কথা বলা উচিত। নিজেকে গুটিয়ে রাখলেই মানসিক অবসাদ আরো বাড়তে থাকবে। বরং সাহায্যের হাত বাড়াতে থাকো। কেউ না কেউ ঠিক এগিয়ে আসবেই।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –