• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এভারটনের বিপক্ষে হোঁচট খেল লিভারপুল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২০  

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে হোঁচট খেয়েছে লিভারপুল। গুডিসন পার্কে রোববারের মার্সিসাইড ডার্বিটি গোলশূন্য ড্র হয়েছে। আসরে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুলের এটি দ্বিতীয় ড্র।

এরপরও অবশ্য শিরোপা থেকে খুব থেকে দূরে নয় ক্লপের শিষ্যরা। সোমবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে পেপ গুয়ার্দিওলার দল সিটি পয়েন্ট হারালে নিজেদের পরের ম্যাচেই শিরোপা ঘরে তুলতে পারবে লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে তিন দশক লিগ শিরোপার অপেক্ষায় থাকা দলটি।

৩০ ম্যাচে ২৭ জয় ও দুই ড্রয়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটির পয়েন্ট ৮৩। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –