• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ওজনে কারচুপির অভিযোগে রংপুরে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

রংপুর নগরীতে ওজনে কারচুপির অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ মার্চ) বিকেলে রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র পরিদর্শক ও র‍্যাব-১৩’র সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মিজান ফিলিং স্টেশন, চাঁদ ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ফিলিং স্টেশনগুলো ওজনে কম দিয়ে প্রতারণা করে আসছিলো। অভিযানে জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –