• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা: নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

করোনা প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২২ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ৭টি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এতে জেলার ছয় উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ছাড়া চলাচল ও অযথা বাহিরে ঘুরাঘুরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্নজনের নিকট থেকে ২২ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ৭টি ভ্রাম্যমাণ আদালত। এতে ২২টি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) জাহাঙ্গীর হোসাইন।

জাহাঙ্গীর হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। গত দুইদিনে ১০৬টি মামলায় ১ লাখ ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –