• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় আক্রান্ত জবি সাংবাদিক সমিতির সদস্য

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২০  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে তাঁর করোনা সন্দেহে নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

জবি সাংবাদিক সমিতির করোনা শনাক্ত ওই সদস্য জানান, গত ১ মে থেকেই প্রচণ্ড গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন তিনি। এরপর ৪ মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে দেন। গতকাল মঙ্গলবার রাতে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে। তার পরিবার করোনার ঝুঁকিতে আছেন। তিনি এখন সবার কাছে দোয়া চেয়েছেন।

জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, 'আমাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। এটি  আমাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ। এখন তিনি চিকিৎসাধীন। আমরা সাংবাদিক সমিতি তাঁর সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। যেকোনো প্রয়োজনে আমরা তাঁর পাশে আছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোনো দরকার হলে সিভিল সার্জনের সঙ্গে  কথা বলব। তাছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিয়ে দুঃচিন্তার কিছু নেই। সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। আমি তাঁর চিকিৎসা সেবার ব্যাপারে যোগাযোগ রাখব।'

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –