• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কিংসের দ্যুতিতে ম্লান আবাহনী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

বসুন্ধরা কিংস শীর্ষ ফুটবলে নাম লেখানোর পর থেকেই আবাহনী দ্বিতীয় সেরা দল হয়ে গেছে। কাল যেমন ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের টানা পঞ্চম হারের স্বাদ দিয়েছে ফুটবলের নতুন শক্তি কিংস। আবাহনী এখন যেন লড়াইয়েরও শক্তি রাখে না। কাল কিংসের ৪-১ গোলে জয় যেন সেই বার্তাও দিয়ে দিল।

পয়েন্ট টেবিল দেখুন। ১২ ম্যাচে কিংসের ৩৪ পয়েন্ট, সেখানে এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২২। সে ম্যাচ জিতলেও ব্যবধান থাকবে ৯ পয়েন্টের। তাই ঐতিহ্যবাহী দলটির কোচ মারিও লেমোস শিরোপা লড়াইয়ে তাদের আর খুব বেশি কিছু করার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘অসম্ভব হয়তো নয়; কিন্তু খুবই কঠিন। বাস্তবতা হচ্ছে এটা এখন আমাদের হাতে আর নেই, কিংস সুযোগ দিলেই কেবল সম্ভব।’ কিন্তু লিগের মাঝপথে কিংসের প্রতাপ যেন আরো বাড়ছে। দলটি যেন পূর্ণ গতি পেয়ে গেছে। তাতে গতকাল একরকম গুঁড়িয়েই গেছে আকাশি-নীল।

কাল রোবিনহো, রাউল বেতেরা, জোনাথন ফার্নান্দেসদের সামলাতে নাভিশ্বাস উঠেছে আবাহনীর ফুটবলারদের। অন্য প্রান্তে ফ্রান্সিসকো তোরেস, জুয়েল রানা, সোহেল রানারা ধারহীন। কেরভেন্স বেলফোর্ট একা খুব বেশি সমস্যায় ফেলতে পারেননি খালেদ শাফিইদের রক্ষণ দেয়ালকে। খালেদ প্রতিপক্ষ বক্সে সেট পিসের সময়ও ভয়ংকর। ৯ মিনিটে তিনিই প্রথম গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন রোবিনহোর কর্নারে দারুণ হেড নিয়ে। আবাহনী গোলরক্ষক শহীদুল আলম এক হাতে সেই বল ফিরিয়েছেন। কিন্তু গোলের জন্য কিংস খুব বেশি সময়ও নেয়নি। ১৭ মিনিটে বাঁ দিকে আবাহনীর লেফট ব্যাক সাদ উদ্দিনকে ধোঁকা দিয়ে রোবিনহোর বাঁ পায়ের নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটে সেই বল জালে পাঠিয়েছেন রাউল বেতেরা। ব্যবধান বেড়েছে এর মিনিট কয়েক পরই। এবার রোবিনহোর কর্নারেই খালেদের দুর্দান্ত ব্যাক ফ্লিক, বল গোলরক্ষক শহীদুলের হাতে লেগেই গোললাইন পেরিয়ে যায়।

৪-১ গোলে জেতা ম্যাচে বেতেরা জোড়া গোল করেছেন, গোল পেয়েছেন ফার্নান্দেজ। ১২ গোল নিয়ে লিগের যৌথ সর্বোচ্চ গোলদাতা রোবিনহো এদিন জাল খুঁজে না পেলেও প্রতিটি আক্রমণে ছিলেন কিংসের প্রাণ। পুরো প্রথমার্ধে এই রোবিনহোকে বা কিংসের আক্রমণ সামলাতেই এতটা ব্যতিব্যস্ত থাকতে হয় আবাহনীকে যে নিজেরা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট পাঁচেক যেতেই ম্যাচটি একরকম মুঠোয় পুরে নেয় টানা দ্বিতীয় লিগ শিরোপার মিশনে থাকা কিংস। রাউল বেতেরার পাসে আবাহনী দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বল নিয়ে জোনাথন ফার্নান্দেস ৩-০ করে ফেলেন। রায়হান হাসানের ইনজুরিতে সেন্টার ব্যাক নাসির উদ্দিন চৌধুরীকে এদিন রাইট ব্যাক হিসেবে খেলতে হচ্ছিল। মাসিহ সাইঘানির সঙ্গে তাঁর বোঝাপড়ায় ঘাটতি প্রকট হয় ওই গোলটায়।

আবাহনীর রক্ষণকে হতোদ্যম দেখা গেছে কিংসের শেষ গোলেও। ডান দিক থেকে ফার্নান্দেসের ক্রসে মাসিহ, সাদ, বাদশাদের একরকম দর্শক বানিয়ে হেডে বল জালে পাঠিয়েছেন বেতেরা। ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শেষ মিনিট পনেরো যা একটু সমানতালে লড়েছে আবাহনী। এ সময় রিমন হোসেন বক্সের ভেতর বেলফোর্টকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। হাইতিয়ান ফরোয়ার্ড তা থেকেই ব্যবধান কমান।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল অঘটনের শিকার হয়েছে। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২-১ গোলে উত্তর বারিধারার কাছে হেরে গেছে তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –