• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধার সাঘাটায় ঝড়ে কৃষকের মৃত্যু, আহত ৩

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২১  

গাইবান্ধার সাঘাটা উপজেলায়  ঘূর্ণিঝড়ে আরমান আলী  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

এসময় গুরুতর আহত ৩ 'জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত কৃষক আরমান আলী (৫৮) কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর গ্রামের মৃত সনেট আলীর ছেলে। 

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)  বেলাল হোসেন জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করে প্রচন্ড ঝোড়ো বাতাস এবং বৃষ্টি শুরু হয়। তখন জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষক আরমান আলী। এসময় ঝড়ের কবলে পড়ে আরমান আলীর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুস্থতায় ভুগছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –